Indian Prime Time
True News only ....

চলে গেলেন বিখ্যাত কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রবীণ সাহিত্যিক নারায়ণ দেবনাথ আজ ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। সকাল ১০ টা ১৫ মিনিটে মিন্টো পার্কের একটি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালীন বয়স ছিল ৯৭ বছর।

জানা গেছে, অনেক দিন থেকেই নারায়ণ দেবনাথ বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। কিন্তু একাধিক বার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবার হৃদ্‌যন্ত্রে সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা সব ধরণের চেষ্টা করেও ব্যর্থ হন।

১৯২৫ সালে তিনি হাওড়ার শিবপুরে জন্ম স্বর্ণকার পরিবারে জন্মগ্রহণ করেন। নারায়ণ দেবনাথের ছোটোবেলা থেকেই শিল্পের প্রতি ঝোঁক ছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাঁচ বছরের ডিগ্রির জন্য আর্ট কলেজে লেখাপড়া শুরু করলেও শেষ অবধি তা চালিয়ে যাননি। শেষ বর্ষে এসে পড়া ছেড়ে দিয়ে কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

নারায়ণ দেবনাথ নন্টে-ফন্টে, হাঁদা-ভোদা, বাঁটুল দ্য গ্রেট, বাহাদুর বেড়াল, শুঁটকি আর মুটকী, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডিটেকটিভ কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদুর মতো অসাধারণ কমিকসের স্রষ্টা ছিলেন। পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস সমগ্র বাঙালীকে মাতিয়ে রেখেছে।

যা ছোটো থেকে বড়ো সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০০৭ সালে সাহিত্য অকাদেমির পুরষ্কার পান। আর ২০১৩ সালে বঙ্গবিভূষণ পুরষ্কার অর্জন করেন। পাশাপাশি দেশের অন্যতম সেরা পদ্মশ্রী পুরষ্কারেও পুরস্কৃত হন। এছাড়া ২০১২ সালে প্রথমবার বাঁটুল দ্য গ্রেট ইংরেজিতে অনুবাদ করা হয়।  

শুধু কমিক স্ট্রিপের রচয়িতা হিসেবে নয়, নারায়ণ দেবনাথ বাংলা গ্রন্থচিত্রণের অন্যতম প্রধান মুখ ছিলেন। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত পূজাবার্ষিকীতে বিমল দাস, শৈল চক্রবর্তী এবং তুষার কান্তি চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিরাজমান ছিলেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored