নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর হরিপালের মহিষটিকরিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পাথর বোঝাই ডাম্পারের ধাক্কার জেরে মৃত্যু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ডাম্পার চালক কালু শেখ সহ খালাসি তুলব শেখের। ইলামবাজারের বাসিন্দা কালু ও তুলব দু’জনে সম্পর্কে ভাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ডাম্পারটি বীরভূমের ইলামবাজার থেকে পাথর নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল। কিন্তু আচমকা ডাম্পারটি হরিপালের মহিষটিকরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতামুখী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে এসে ধাক্কা দেয়। ফলে ট্রাক এবং ডাম্পারের চাকার মাঝে দু’জনেই একেবারে পিষ্ট হয়ে যান।
সিঙ্গুর থানার পুলিশ ও হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এরপর ক্রেন দিয়ে ডাম্পার সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই পথ দুর্ঘটনার জেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান চলাচল অনেকটাই ব্যাহত হয়।