নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অজয় নদীর তীরে বনভোজন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। সেখানে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো এক ১২ বছর বয়সী সুমনা খাতুন নামে কিশোরী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের নবগ্রাম থেকে ১২ থেকে ১৪ জনের একটি দল অজয় নদের তীরে বনভোজন করতে গিয়েছিল। এদের মধ্যে পাঁচ জন স্নান করতে নামলে এই পাঁচ জনের মধ্যে চার জনকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এদিকে নিখোঁজ সুমনার খোঁজের জন্য গ্রামবাসীরাও তড়িঘড়ি নৌকা নিয়ে অজয় নদে সন্ধান চালানো শুরু করেন। বিকেলবেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীও তল্লাশি চালানোর জন্য নামেন। কিন্তু ওই কিশোরীকে উদ্ধার করা যায়নি।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code