নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ দেশ তথা রাজ্যের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই একাধিক জেলাতেই বাজার সহ সমগ্র দোকানপাট বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।
ঠিক তেমনই বীরভূমের ছ’টি পুরসভার মধ্যে পাঁচটিতে দুপুর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধ ও চিকিৎসা পরিষেবা সহ নানা জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
বীরভূমে মোট ছ’টি পুরসভা আছে। এর মধ্যে বোলপুর পুরসভা শনিবার দুপুর ২ টোর পর থেকে পরের দিন সকাল ৬ টা অবধি সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। গতকালও সাঁইথিয়া এবং দুবরাজপুর পুরসভার তরফেও দুপুর ২ টো থেকে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত রেস্তোরাঁ, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রামপুরহাট পুরসভাতেও দুপুর ৩ টে থেকে পরের দিন সকাল ৬ টা অবধি রেস্তোরাঁ এবং দোকানপাট সহ সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নলহাটিতে পুরসভাতেও ওই একই বিধি কার্যকর হতে পারে। আপাতত এই ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।