নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ খড়গপুর গোলবাজারে টাউন থানার অন্তর্গত শান্তিনগর চিলখানা এলাগার এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো একজন নাবালক সহ দুই জন নাবালিকা। আর আহত হয়েছে তিন জন। এরপরই গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাগল ভর্তি দু’টি ম্যাটাডোর একটি বসতিপূর্ণ এলাকায় পার্ক করছিল। আর পিছনের দিকে কয়েকজন শিশু খেলা করছিল। ম্যাটাডোর ড্রাইভার বিষয়টি খেয়াল না করেই পিছনের দিকে চালাতেই ওই তিন জন শিশু ম্যাটাডোর নীচে একেবারে পিষে যায়।
এর জেরে ওই দুই জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। ওই তিন জনের মধ্যে এক জন গুরুতর আহত হওয়ায় খড়গপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে।