নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার গুগলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, করোনা ভ্যাক্সিন না নিলে এছাড়া ভ্যাক্সিন সংক্রান্ত নিয়ম-নীতি পালন না করলে বেতন কেটে নেওয়া হবে। আর চাকরীও চলে যেতে পারে।
এর পাশাপাশি গুগল জানিয়েছে যে, ৩ রা ডিসেম্বর অবধি ভ্যাক্সিনের সমস্ত নথি প্রমাণ সহ জমা করার সময় ছিল। এরপরের তারিখে কোনো নথি জমা নেওয়া হবে না। ওই সময়ের মধ্যে যারা নথি দেখাতে পারেননি তদের বিরুদ্ধে সংস্থার তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
আর ১৮ ই জানুয়ারীর মধ্যে যে সব কর্মী করোনা ভ্যাক্সিনের নিয়ম অনুসরণ করবেন না সেই সব কর্মীদের সবতেন ছুটিতে পাঠানো হবে। তারপর ছয় মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরীও হারাতে পারেন। যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।