নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল কাশ্মীরে পুঞ্চের সংঘর্ষে জওয়ানরা পাকিস্তানী জঙ্গি আবু জারারকে শেষ করেছেন। যা সেনাবাহিনীর কাছে আরো একটা বড়ো সফলতা।
সেনার তরফে জানানো হয়েছে, চলতি বছর আগস্ট মাসে প্রথম আবু জারারকে পুঞ্চ জেলায় দেখা গিয়েছিল। সেনাবাহিনীর উপর আক্রমণ চালানোর লক্ষ্যেই ভারতে এসেছিল। জম্মু-কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সেক্টরে জঙ্গি কার্যকলাপ বাড়ানো ও সেনাবাহিনীর জওয়ানদের উপর ভয়ঙ্কর আক্রমণ হানার দায়িত্ব ছিল।
এর পাশাপাশি পীর পাঞ্জালের দক্ষিণ অংশে সক্রিয়তা বাড়িয়েছিল। স্থানীয় যুবকদের জঙ্গিদলে যোগ দেওয়ানোর চেষ্টাও চালিয়েছিল। এই পর্যন্ত গত কয়েক মাসে সেনাবাহিনী পুঞ্চ-রাজৌরি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর মোট আট জন জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে।