নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বেশ কিছুদিন থেকে শুয়োরের মড়ককে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুর এলাকায় ৪, ৫, ১১, ১২ ও ১৩ নম্বরের পাশাপাশি কোতোয়ালি থানার পিছনে সদর হাসপাতালে একাধিক শুয়োরের মৃত্যু হচ্ছে।
প্রতিদিন অজানা রোগে অসংখ্য শুয়োরের মৃত্যু হচ্ছে সাথে দুর্গন্ধ ছড়াচ্ছে। বার বার অভিযোগ করার পরেও পুর কর্তৃপক্ষ উদাসীন বলে স্থানীয়রা অভিযোগ জানাচ্ছে। পশু বিশেষজ্ঞদের পরামর্শ কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে শহরবাসী প্রশ্ন তুলছেন।
কিন্তু পুর কর্তৃপক্ষের দাবী, পশু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মৃত শুয়োরের নমুনা সংগ্রহ করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।
যদিও এখনও মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশাা রয়েছে।
পুর কর্তৃপক্ষ পশু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাথমিক ভাবে জানতে পেরে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেছেন ‘সোয়াইন ফিভার’ থেকে শুয়োরের মৃত্যু হচ্ছে। শুয়োরের মৃত্যু নিয়ে আতঙ্ক ছড়ানো যাবে না।
শহরবাসীর সুরক্ষার জন্য ১২ ঘন্টার মধ্যে মৃত শুয়োরের নমুনা সংগ্রহ করে পশু বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে। ৭ ই ডিসেম্বর থেকে শুয়োর ধরার অভিযান শুরু করা হবে”।