নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আচমকা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়ার লিউসিপাকড়ি বাজার। রাতেরবেলা ঘটা এই অগ্নিকান্ডের জেরে একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ওই বাজারের একটি ওষুধের দোকানে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। এর জেরে বাজারের একাধিক দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার পর দমকল বাহিনী খবর পেয়ে বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে গিয়ে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া এই অগ্নিকাণ্ডের কারণে কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে দমকল বিভাগের তরফ থেকে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।