গভীর রাতে সোনার দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা
নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ রাতের অন্ধকারে আলিপুরদুয়ারের ধূপগুড়ির ব্লকের ডাউকিমারী বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার স্বর্ন ব্যবসায়ীরা সোনার দোকান বন্ধ রাখেন। এদিনও দোকান বন্ধ থাকায় ডাউকিমারী মাছ বাজার সংলগ্ন এলাকার স্বর্ন দোকানের মালিক অচিন্ত মজুমদার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
আর সেই সুযোগ নিয়েই চোর দোকানের পেছনের দরজা-জানালা ভেঙে সিন্দুক কেটে প্রায় ২৫০ গ্রাম সোনা ও ১ কিলোগ্রাম রুপো সহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে। আচমকা আজ সকালবেলা স্থানীয় একজন ব্যক্তি দোকানের পেছনের অংশ ভাঙা দেখতে পেয়ে অচিন্তবাবুকে ফোন করে খবর দিতেই তিনি আত্মীয়ের বাড়ি থেকে ছুটে আসেন।
এই চুরি যাওয়া সোনা ও রুপোর বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে অচিন্তবাবু দাবী করেছেন। ধূপগুড়ি থানার পুলিশ এই চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু চোরের দল দোকানে থাকা সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যাওয়ায় পুলিশকে এই ঘটনার তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে।