নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পরেই গভীর রাতেরবেলা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো।
হাওড়ার লিলুয়ার আনন্দনগর চকপাড়ায় ঘটনাটি ঘটেছে। আচমকা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে আচমকাই পড়তেই গোটা এলাকা আওয়াজে কেঁপে ওঠে। ওই সময়ে পঞ্চায়েত প্রধান বাড়িতেই ছিলেন। ভয় পেয়ে জানলা-দরজা বন্ধ করে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই পঞ্চায়েত প্রধান মণিকা দে জানান, “তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ইট মেরে কাচের সমস্ত জানলা ভেঙে দেওয়া হয়। দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসেছিল। আমাকে ভয় দেখানোর জন্যই এই আক্রমণ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগেও আমার উপরে হামলা করা হয়েছে। যারা হামলা চালিয়েছে আমি তাদের দেখতে পাইনি। আমার মনে হয় যারা চান না আমি পঞ্চায়েত প্রধান থাকি তারাই এই কাজ করেছেন”।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে ইতিমধ্যে পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে।
