নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ জাতীয় বিশেষজ্ঞ কমিটি কোভ্যাক্সিনের জরু্রী ছাড়পত্র দিল। ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের কাছে জাতীয় বিশেষজ্ঞ কমিটি সুপারিশ পেশ করেছে। আর ড্রাগ কন্ট্রোলার সবুজ সংকেত দিলেই দেশের ২ থেকে ১৮ অবধি বয়সীদের ভ্যাক্সিনেশন শুরু হয়ে যাবে।
ভারতের ড্রাগ নিয়ন্ত্রক আগেই ১২ বছর পর্যন্ত শিশুদের জন্য জাইডাস-ক্যাডিলার ডিএনএ করোনা ভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে। জাতীয় বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেকের এই ভ্যাক্সিন শিশুদের উপর প্রভাব, সুরক্ষা ও পার্শ্বপ্রতিক্রিয়া গবেষণা করে সন্তুষ্ট হয়েছে। এছাড়া কোভ্যাক্সিনের কার্যকারিতাকেও গবেষণায় দেখা হয়েছে।
দেশের ছ’টি শহরে ২ বছরের ঊর্ধ্বে স্বাস্থ্যবান শিশুদের উপর এই ট্রায়াল হয়েছে। শিশুদের জন্য তৃতীয় ভ্যাক্সিন কোভাভ্যাক্স তৈরী করা হয়ছে। নোভাভ্যাক্সের ভারতীয় সংস্করণের ট্রায়ালে প্রোটিনজাত করোনা ভ্যাক্সিনের ন্যানো পার্টিকল মেলবন্ধন করে দেখা হয়েছে। সেই ট্রায়াল দেশের ২৩ টি শহরে হয়েছে।
হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স শিশুদের জন্য চার নম্বর ভ্যাক্সিন পরীক্ষা করেছে। সেটির ট্রায়াল দেশের ১০ টি শহরে হবে। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে ছাড়পত্র দেওয়া হলেও এখনো অবধি WHO কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি।
যদিও ভারত বায়োটেকের তরফে দাবী করা হয়েছে যে, ৯ ই জুলাই WHO এর কাছে ট্রায়ালের যাবতীয় তথ্য এবং ফলাফল পাঠানো হয়েছে। এছাড়া সেটি উপযুক্ত কিনা তা পর্যালোচনা করতে ন্যূনতম ছয় সপ্তাহ সময় লাগে।