রায়া দাসঃ কলকাতাঃ করোনা পরিস্থিতির জেরে হওয়া লকডাউন বর্তমানে অনেক শিথিল হয়েছে। জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। এছাড়া পুজোর পর থেকে রাজ্য সরকারের বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে।
এদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফে রাজ্যের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্যাম্পাস সচল করার দাবী উঠেছে। আর এই দাবীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নবান্ন অভিযানে নামলেন। নবান্নের কাছাকাছি মিছিল পৌঁছোতেই পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে বাধা দেয়।
এদিন বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা পোস্টার এবং ব্যানার হাতে নিয়ে শ্লোগান দিতে দিতে নবান্নে অভিযান চালায়। আর পোস্টারে লেখা আছে, ‘ক্যাম্পাস খোলা হোক’। কিন্তু পুলিশ রেড রোডেই এই মিছিল আটকে দিতেই দু’পক্ষের সংঘর্ষ বাঁধলে উত্তেজনামূলক পরিস্থিতির তৈরী হয়।
এর জেরে রেড রোডে যান চলাচল আটকে যায়। ছাত্র-ছাত্রীরা দাবী তোলে যে, “নবান্নের তরফ থেকে আশ্বাস দিতে হবে স্কুলের মতো দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করা হবে। তবেই তারা বিক্ষোভস্থল থেকে সরে যাবে”।
এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস চালুর দাবীতে আন্দোলনে সামিল হয়েছিলেন। রাতভর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ দেখান।
উপাচার্য অনুরাধা লোহিয়ার কাছে ছাত্র-ছাত্রীদের দাবী ছিল যে, “করোনাবিধি মেনেই ক্যাম্পাস খোলা হোক। অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার কথা জানিয়েছিলেন”।