মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ উত্তর চব্বিশ পরগণার সোদপুরের কেয়ার মোড়ে একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬৭ বছরের কামনা সিংহ ২২ বছরের ছেলে দত্তাত্রেয়কে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। দত্তাত্রেয়র ফোন পেয়ে গতকাল সন্ধ্যেবেলা এক বন্ধু ও এক বান্ধবী ফ্ল্যাটে এসে ডাকাডাকি শুরু করলেও কোনো সাড়া-শব্দ পায় না।
এরপর প্রতিবেশীরা এসে দরজায় সজোরে ধাক্কা মারলে দরজা খুলতেই দেখা যায় কামনা দেবী মেঝেতে পড়ে আছেন। আর পাশের ঘর থেকে দত্তাত্রেয়র ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পাশাপাশি এও জানা গেছে, দত্তাত্রেয় ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র ছিল। কিন্তু তারা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। আর আত্মীয়দের অধিকাংশই উত্তর-পূর্ব রাজ্যের বাসিন্দা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।