ব্যুরো নিউজঃ ভিয়েতনামঃ গত ৭ ই জুলাই লে ভান ট্রাই ভিয়েতনামের হো চি মিন শহর থেকে নিজের শহর কা মাউতে ফিরেছেন। হো চি মিন শহরে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় লে ভান নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন।
প্রসঙ্গত, সরকারী নিয়ম অনুযায়ী দেশের বাইরে কিংবা দেশের মধ্যে থাকা অন্য শহর থেকে নিজের শহরে ফিরলে ২১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু লে ভান বাড়িতে আসার পর সরকার নির্দেশিত ২১ দিনের হোম কোয়ারেন্টাইন অমান্য করে শহরের রাস্তায় বেরিয়েছিলেন।
এই ঘটনায় লে ভানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় যে, লে ভানের জন্য কা মাউতে বেশ কয়েক জনের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এমনকি এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। এই মামলাটি পিপলস কোর্টে উঠলে বিচারপতি লে ভানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
ভিয়েতনাম করোনার প্রথম ঢেউয়ে করোনা সংক্রমণকে দারুণ ভাবে নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখনো পর্যন্ত এখানে প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৩ হাজার জনের মৃত্যু হয়েছে।
রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক শহর হো চি মিনে করোনা সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে। তবে শুধু লে ভান একা নন দেশের অন্য প্রান্তেও করোনা বিধি অমান্য করার জন্য বেশ কয়েক জনের কারাদণ্ড হয়েছে।