নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ একটি স্কুটি ও ২১ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করলো।
সম্প্রতি শিলিগুড়ি শহর কলকাতা সহ ভিনরাজ্যে গাঁজা পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাঝে মধ্যেই মদ,গাঁজা এবং নেশার ঔষুধ উদ্ধার হয়েছে। পাশাপাশি কারবারিরাও গ্রেপ্তার হয়েছে।
এর পরেও ওই এই অসাধু ব্যাবসায়ীরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে অনায়াসে অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়েই সোমবার আরোও একবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ভোলামোড় টি পার্ক সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি ও ২১ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। এই ঘটনায় রানা ব্যানার্জি এবং অভিনাশ মাহাতো নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি মমতা পাড়া এলাকায়।
এদিন কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্য স্কুটিতে করে এই গাজার প্যাকেট গুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। গতকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে।