পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার থানার গুরুদাসনগরের বড়িয়া গ্রামে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম ওয়াসিম আক্রম।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওয়াসিম ডব্লিউবিসিএস পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন। ক্রিকেটও খেলতেন। আপাতত কোচিং সেন্টারে টিউশন পড়াতেন। ওই যুবক বাসুলডাঙ্গা ষাটমনীষার বাসিন্দা হলেও বেশীরভাগ সময়ই ডায়মন্ড হারবার স্টেশনের কাছে এক আত্মীয়ের বাড়িতে কাটাতেন। গতকাল রাতেরবেলা স্কুটি নিয়ে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি।
সারারাত খোঁজাখুঁজির আজ সকালে বড়িয়া বাজারের কাছে রক্তাক্ত অবস্থায় ওয়াসিমের দেহ উদ্ধার হয়। পাশেই স্কুটি ছিল। কাছাকাছি একটি ইলেকট্রিক পোস্টে মাথার চুল ও রক্তের দাগের চিহ্ন পাওয়া যায়।
মৃতের আত্মীয়রা এটিকে নিছকই একটি দুর্ঘটনা মানতে নারাজ। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। রাতেরবেলা ওয়াসিম যে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।