নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ পুলিশ প্রশাসনের নজরকে ফাঁকি দিয়ে বারবারই সামনে চলে আসছে প্রতারণার ঘটনা। আবারও সামনে এল চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ব্যাঙ্কের যাবতীয় তথ্য হাতিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুকুমার মহান্তি।
২০২০ সালের গত ১৫ই সেপ্টেম্বর সল্টলেকের বাসিন্দা এক চাকরিপ্রার্থী বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। সেই প্রতারক নিজেকে বন্ধন ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দেয় বলেও অভিযোগে জানান ওই চাকরিপ্রার্থী।
এই ঘটনায় তদন্তে নেমে অবশেষে রানাঘাট থেকে সুকুমার মহান্তি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে বেশকিছু নথি এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পেরেছে যে, ব্যাঙ্কের তথ্য এদের হাতে তুলে দিতো এক ব্যাঙ্ক কর্মী। এই ভাবেই তারা ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারিত করতো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যাঙ্ক কর্মীর নাম তদন্তে উঠে এসেছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।পাশাপাশি আরও জানা গিয়েছে যে, গ্রেফতার হওয়া যুবকের কাছ থেকে বেশকিছু নথি এবং মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।