নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ গতকাল রাতেরবেলা দুর্গাপুরে পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। আজ সকালে রহিম পথ এলাকায় দোকান খুলতে এসে এক দোকান মালিক দেখেন ক্যাশ বাক্স খোলা অবস্থায় রয়েছে। এছাড়া পরপর আরো দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, সব মিলিয়ে লক্ষাধিক নগদ টাকা সহ দোকানের সামগ্রী চুরি হয়ে গেছে। দুর্গাপুর থানার পুলিশকে এই সমগ্র বিষয় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান করছে যে, পেশাদারী দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতীদের আঙ্গুলের ছাপ ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতীরা তিনটি দোকানে পরপর চুরির ঘটনায় অ্যাডবেস্টার টিন কেটে একই পদ্ধতি অবলম্বন করেছে।