নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে দীর্ঘদিন ধরে বেলুড় মঠ বন্ধ থাকার পর আগামী ১৮ ই আগস্ট অর্থাত্ আগামী বুধবার থেকে পুনরায় সাধারণ মানুষের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হচ্ছে। কিন্তু বেলুড় মঠে প্রবেশ করার জন্য বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে।
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানান, “দিনে দু’দফায় বেলুড় মঠ সাধারণ মানুষের জন্য খোলা হবে। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা অবধি ও বিকেলে ৪ টে থেকে ৫ টা ৪৫ পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে”।
প্রসঙ্গত, গত বছরও করোনা পরিস্থিতির জন্য বেশ কয়েক মাস বেলুড় মঠ বন্ধ ছিল। এরপর যখন বেলুড় মঠ খোলা হয়েছিল তখন যতোটা কড়াকড়ি ছিল এবার এর থেকেও কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে যে যাদের করোনা ভ্যাক্সিনের দু’টি ডোজ নেওয়া আছে একমাত্র তারাই মঠে ঢুকতে পারবেন। আর অবশ্যই ভ্যাক্সিনের শংসাপত্র এবং সচিত্র পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড বা আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে আসতে হবে।
এছাড়া যাদের ভ্যাক্সিন নেওয়া হয়নি তাদের করোনা নেগেটিভ শংসাপত্র আনতে হবে। বেলুড় মঠে ঢোকার সর্বশেষ ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলে তাহলেই প্রবেশের অনুমতি পাওয়া যাবে।