নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কর্মসূত্রে বহু মানুষ এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বাস করেন। ঠিক তেমনই এই রাজ্যের পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা পরমেশ্বর ধারা দিল্লির গুরগাঁও ঘোষণাগাঁওয়ের ঊনপঞ্চাশ নম্বর সেক্টরের বাঙালী কলোনীতে থাকতেন। কিন্তু ভিন রাজ্যে এসে মার খেয়ে প্রাণ হারাতে হলো ওই পরিযায়ী শ্রমিককে। আর স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীকেও আক্রান্ত হতে হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকালে পরমেশ্বর স্থানীয় বাসিন্দাদের সাথে বচসা চলাকালীন রড দিয়ে মার খেয়ে প্রাণ হারায়। গতকাল গুরগাঁও থানার পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারকরে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে পুলিশ অভিযোগের ভিত্তিতে কে বা কারা মারলো তা নিয়ে তদন্ত করলেও এখনো অবধি কোনো তথ্য না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পরমেশ্বর মাসিক কিস্তিতে বাড়িতে টাকা পাঠাতেন। কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে ছেলে পরমেশ্বরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে মা-বাবা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন।
এর আগেও গত ১ লা জুন পাথরপ্রতিমার রাক্ষসখালির বাসিন্দা অসিত দাসকে দিল্লিতে পিটিয়ে মারা হয়েছিল। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে।