নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের লোধাশুলির কেঁউদীশোলের জঙ্গলে হাতি দেখতে গিয়ে কলকাতা থেকে ঘুরতে আসা এক পর্যটকের হাতির হামলায় মৃত্যু হয়েছে। হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গতকাল কলকাতা থেকে তিন জন পর্যটক হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঘুরতে আসে। সেখানে ওই তিন জন পর্যটক দলমার দাঁতালের মুখোমুখি পড়ে যায়। দু’জন পালাতে সক্ষম হলেও ৪০ বছর বয়সী দানিশ আগরওয়াল নামে এক যুবক হাতির সামনে পড়ে গেলে দানিশকে হাতি ঘটনাস্থলেই থেঁতলে দেয়। তিনি কলকাতার রিবন স্ট্রিটের বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি অভিযোগ উঠছে যে, কেঁউদীসোল জঙ্গলে ১০ টি দাঁতাল হাতি রয়েছে। হাতির হামলার ঘটনা নতুন নয়। প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটার সাথে সাথে প্রাণহানির ঘটনাও ঘটছে। এরপরেও বনদপ্তর সম্পূর্ণ উদাসীন। যার জেরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায়।
Sponsored Ads
Display Your Ads Hereঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টার পরেও পুলিশ এলাকার বাসিন্দাদের বাধায় মৃতদেহটি উদ্ধার করতে পারেনি।