নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতে মালদার চাঁচলের দৈনিক বাজারে ভয়ানক আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে পর পর পাঁচটি মুদির দোকান সহ কয়েকটি সবজির দোকানও ভস্মীভূত হয়ে যায়। কিন্তু এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা গতকাল রাত ৯ টা নাগাদ বাজারের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তেই চেঁচামেচি শুরু হয়ে যায়। তারপরই বাজারে উপস্থিত লোকজন দমকল বাহিনীকে খবর দেয়। কিন্তু দমকল এসে পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ আকার নেয়। আর সেই আগুনে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া এক দোকানের মালিক নিরুপমবাবু জানান, “লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৪ লক্ষ চাকার জিনিস মজুত ছিল। এছাড়াও আরো কয়েকটি দোকানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে”।
খবর পাওয়া মাত্র দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে ঘনবসতিপূর্ণ এলাকায় আরো বেশী ক্ষয়-ক্ষতি হতে পারতো। এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।