নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ হঠাত্ করেই গত বছরের ডিসেম্বর মাস থেকে বর্ধমানের মন্তেশ্বরে স্কুল শিক্ষক বুদ্ধেশ্বর মাণ্ডির নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে অল্প অল্প টাকা উধাও হয়ে যাচ্ছিল। ছ’মাস হতে না হতেই সাড়ে পাঁচ লক্ষ টাকা উধাও হয়ে যায়। আচমকা এই ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে কেন তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছিলেন না। ব্যাংকে বিষয়টি বার বার জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই বুদ্ধেশ্বরবাবু মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
বুদ্ধেশ্বরবাবু অভিযোগ জানিয়েছে যে, “২০২০ সালের ১৭ ই ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৯ শে জুন অবধি দিনে বেশ কয়েকবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। কিন্তু ফোনে কোনো এসএমএস আসেনি। কখনো ১৬০০ তো কখনো বা ২০০০ করে অ্যাকাউন্ট থেকে অল্প অল্প টাকা উধাও হয়ে যাচ্ছিল। গত ছ’মাসে মোট ১৭৪ বার টাকা তুলে নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির জেরে ব্যাংকেও খুব একটা যেতেন না। তাই মন্তেশ্বর থেকেই পাশবুক আপডেট করে নিতেন। তবে কয়েক মাস ধরে মেশিন খারাপ থাকায় পাশবুক আপডেট করতে পারেননি। এরপর মেশিন ঠিক হওয়ায় কয়েক দিন আগেই পাশবুক আপডেট করলে এই জালিয়াতির কাণ্ড সামনে আসে”।
এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ বুদ্ধেশ্বরবাবুর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।