নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে একজন ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দত্তপাড়া এলাকা থেকে ৩৭ বছর বয়সী মানিক সাহার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মানিকবাবুর পরিবার খুনের অভিযোগ তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, গতকাল রাতেরবেলা মানিকবাবু বাইক নিয়ে বের হন। কিন্তু রাতেরবেলা আর বাড়ি ফেরেননি। তবে আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আর কিছুটা দূরে বাইকটি পড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
গঙ্গারামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশের তরফ থেকে এটি ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? এই খুন কি কারণে তা সম্পূর্ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে পরিবারের সকলেই শোকগ্রস্ত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here