নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের বিদিশায় গজবাসোদার লাল পাঠানের একটি বড়ো কুয়োতে আচমকা একটি ৮ বছরের মেয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে কুয়োর চারপাশে ভিড় করেন। ভিড়ের জেরে কুয়োর রেলিংয়ে চাপ বাড়তে থাকায় হুড়মুড়িয়ে কুয়োর পার ভেঙে পড়ে। এর ফলে কমপক্ষে ৪০ জন একসাথে জলে পড়ে যান।
জলের মধ্যে ডুবন্ত শিশুকে উদ্ধার করা হচ্ছে কিভাবে তা দেখতে গিয়েই এই চরম বিপত্তি ঘটে। কুয়োর পাঁচিল সমেত বেশ কিছুটা জমিও কুয়োর মধ্যে ধসে পড়ে যায়। কুয়োয় ধসের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
এদিকে মধ্যরাতেই এনডিআরএফ ও এসডিআরএফের দল উদ্ধারকার্যের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছায়। রাতে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় কুয়োর পারে মাটিতে চাপ পরেই ক্রমশ ভাঙতে থাকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ধসের কারণ খতিয়ে দেখতে বললেন। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।