পেট্রোল পাম্পগুলিতে হামলার প্রতিবাদে ধর্মঘটের করা হয়
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জুড়ে পাম্প মালিকরা পেট্রোল পাম্প ধর্মঘটে সামিল হলেন। বিভিন্ন সময়ে পেট্রোল পাম্পগুলিতে ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা হওয়ার প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি ১২ ঘন্টা নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। তাই স্বাভাবিকভাবেই এদিন প্রচুর মানুষ পেট্রোল ডিজেল নিতে গিয়ে ফিরে আসেন।
পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেন, বিভিন্ন সময় একদল অসাধু চক্র পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দক্ষিণ দিনাজপুর জুড়ে পেট্রোল পাম্পগুলি এবং পেট্রোল পাম্পের কর্মচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় জেলার পেট্রোল পাম্প মালিকরা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গঙ্গারামপুরে একটি বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
এর পাশাপাশি পেট্রোল পাম্প মালিকদের সংগঠন পেট্রোল পাম্পগুলির উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, গত ৩ রা জুলাই জেলার কুশমন্ডি থানার মহিপালে পেট্রোল-ডিজেলের সাথে কেরোসিন তেল মেশানোর অভিযোগে একদল দুষ্কৃতী পেট্রোল পাম্পে ভাঙচুর চালায়।