রাজ খানঃ বর্ধমানঃ নিয়ম অমান্য করে চলছিল বালির ঘাট। ফলে গলসী থানার পুলিশ ও পূর্ব বর্ধমান ভুমি এবং ভুমি সংস্কার দপ্তরের যৌথ অভিযানে ২ টি ট্রাক্টর ও ৬ টি বালি বোঝাই লরি আটক করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
Sponsored Ads
Display Your Ads Hereকরোনা মোকাবিলায় রাজ্য জুড়ে বিধিনিষেধ চলছে। আন্তঃরাজ্যে ট্রাক চলাচলেও বিধিনিষেধ রয়েছে। নদী থেকে বালি উত্তোলনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এরপরেও গলসির কিছু বালি খাদানে বিধিনিষেধের কোনোরকম তোয়াক্কা না করেই বেআইনী ভাবে বালি উত্তোলনের কাজ চালানো হচ্ছে।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
Sponsored Ads
Display Your Ads Here
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকাল বেলা গলসি থানার পুলিশ সহ ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের যৌথ উদ্যোগে গলসির গোহগ্রামে দামোদর নদে বালির ঘাটে অভিযান চালানো হয়। যার জেরে ২ টি ট্রাক্টর ও ৬ টি বালি লরি আটক করা সম্ভব হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here