শ্মশানের কাছ থেকে উদ্ধার হলো ২০ পিস সকেট বোমা
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রামের শ্মশানের কাছে ২০ পিস সকেট বোমা উদ্ধার করল কাঁকড়তলা থানার পুলিশ।
ধৃত কুখ্যাত দুষ্কৃতী শেখ এনামূলকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সকেট বোমার সন্ধান পায়।
কাঁকড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম নিজেই শেখ এনামুলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সকেট বোমা গুলি উদ্ধার করেন।
বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। এরপর সিআইডি বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।