স্ত্রীকে নির্মম ভাবে খুন করলো খোদ স্বামী
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ আজ সকালে মালদার যাত্রাডাঙার গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করল নৃশংস স্বামী।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রুপালি দিবি। বয়স ২৪ বছর। নিজের শোয়ার ঘর থেকেই পুলিশ রুপালির গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় মালদা থানার পুলিশ অভিযুক্ত স্বামী রুকসাদ আলিকে গ্রেপ্তার করেছে। এছাড়া এই খুন কি কারণে করা হয়েছে ও এই ঘটনায় কোনো অবৈধ সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।