নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ জেলা জুড়ে আংশিক লকডাউনের মধ্যেই এবার মেদিনীপুর শহরে মধুচক্রের সন্ধান পাওয়া গেল। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিরিধারিচকের একটি বাড়িতে মধুচক্রে হানা দিয়ে বাড়ির মালিক, তার স্ত্রী সহ পাঁচ জন তরুণীকে আটক করে।
এলাকাবাসীদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মধুচক্রের আসর চলত”। গতকাল বাড়ির মালিক, তার স্ত্রী এবং পাঁচ জন তরুণীকে আদালতে তোলা হয়। আদালতের পক্ষ থেকে বাড়ির মালিক ও তার স্ত্রীকে তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর বাকি পাঁচ জন তরুণীকে ব্যক্তিগত জামিনে মঞ্জুর করা হয়েছে।