জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ২ জনের
রাজ খানঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের পদ্ম পুকুরের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর হাওড়াগামী একটি বালি বোঝাই লরির পিছনে এসে সিমেন্ট তৈরীর উপকরণ বোঝাই একটি ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ বালির লরিটি উল্টে যায়। আর সিমেন্ট তৈরীর সরঞ্জাম বোঝাই লরির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়।
পুলিশসূত্রে জানা গেছে, মৃতদের নাম লালচাঁদ সিং (৩৩) ও প্রতাপ সরকার (৩০)। এরা সিমেন্টের উপকরণ বোঝাই ট্যাঙ্কারের চালক এবং খালাসী।
এলাকার মানুষের কাছে খবর পেয়েই জামালপুর থানার পুলিশ সেখানে পৌঁছায়। এরপর সিমেন্টের উপকরণ বোঝাই ট্যাঙ্কারটি থেকে চালক ও খালাসীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তারা মারা যান বলে জানা গেছে।