চয়ন রায়ঃ কলকাতাঃ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে এসে মন্ত্রীত্বের দপ্তরে বড়োসড়ো রদবদল ঘটলো।
অনেক মন্ত্রীর কাছ থেকে পুরোনো দায়িত্ব সরিয়ে নতুন দায়িত্বদেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে স্কুল ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়ে ব্রাত্য বসুকে দেওয়া হয়েছে।
ফিরহাদ হাকিমের কাছ থেকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়ে রথীন ঘোষকে দেওয়া হয়েছে।
শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে বিদ্যুত্ এর দায়িত্ব নিয়ে অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে।