নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনার বাড়বাড়ন্ত যতো বাড়ছে স্বাস্থ্য পরিকাঠামো ততোই ভেঙে পড়ছে। একদিকে যেমন হাসপাতালগুলিতে বেড, সিসিইউ, আইসিসিইউ ও ভেন্টিলেটরের অভাব তেমনই অপরদিকে অক্সিজেনের অভাব আছে। করোনা পরিস্থিতি এমন হয়েছে যে রোগীদের হাসপাতালে ভর্তি করানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীদের ভর্তি করানোর জন্য রোগীর পরিবারদেরকে নানাবিধ প্রমাণপত্র দেখাতে হচ্ছে।
তাই এবার দ্রুত এই সমস্যার সমাধান ঘটাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নয়া নির্দেশিকা জারি করেছে। যেখানে অসুস্থ রোগীর হাসপাতালে শীঘ্রই চিকিত্সার জন্য এক কোভিড হেলথ ফ্যাকাল্টিতে ভর্তি হতে গেলে কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়।
করোনা সন্দেহ হলে অসুস্থ রোগীকে অবস্থা অনুযায়ী সিসিসি, ডিসিএইচসি অথবা ডিএইচসি ওয়ার্ডে ভর্তি করা যাবে। অসুস্থ রোগীকে হাসপাতাল ফেরাতে পারবে না। অসুস্থ রোগী অন্য শহরের বাসিন্দা হলে অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ভর্তি নিতে হবে।
হাসপাতালের প্রয়োজন নেই এমন কেউ বেড অধিকার করে রেখেছে এমন যেন না হয় তা হাসপাতাল কর্তৃপক্ষকে দেখতে হবে। অসুস্থ রোগীকে ছেড়ে দেওয়ার বিষয়টিও স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত ডিসচার্জ গাইডলাইন দেখে করতে হবে।