নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ শেষ দফার ভোটে চারিদিকে চলছে বিক্ষিপ্ত অশান্তি। বাদ যায়নি বীরভূমও।
জানা গেছে, নানুরের সাওতা গ্রামের কাছে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়ি পিছন থেকে ইট দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর সাথে সাথে তারকেশ্বর সাহাকে মারধরও করা হয়। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
এই ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছান। বিজেপি প্রার্থীর অভিযোগ, “উপস্থিত পুলিশ প্রশাসনের সামনেই তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি”।