সুশাসন প্রতিষ্ঠার জন্য তারকাদের প্রার্থী করা হয়েছে, জানান বাবুল সুপ্রিয়
সৈকত দাসঃ কলকাতাঃ “সুশাসন প্রতিষ্ঠা করতেই পায়েল, শ্রাবন্তীদের দল প্রার্থী করেছে”। শুক্রবার কলকাতায় এই কথা বলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্য থেকে সেরাদের প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে দাবী করেন তিনি।
উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক তারকাকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। আর সেই সমালোচকদের জবাব দিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী।
তিনি বললেন, “বিজেপিতে যোগদান করা টলিউডের প্রার্থীরা আগেই মানুষের সম্মান পেয়েছেন। মানুষের আস্থা অর্জন করেছেন। আর এখন রাজনীতির মাধ্যমে যশ, পায়েল, শ্রাবন্তী, হিরণরা মানুষের সেবা করবেন। মানুষের টাকায় মানুষের উন্নতি করবেন। তাঁরা সকলে মোদীর চিন্তাধারা নিয়ে কাজ করতেই বিজেপিতে এসেছেন। এছাড়া দীর্ঘদিন টালিগঞ্জের কোনো উন্নতি হয়নি। বিধানসভা ভোটে দলের তারকা প্রার্থীরা জিতে সোনার বাংলা গঠন করবে। এর পাশাপাশি টালিগঞ্জের তোলাবাজি বন্ধ করতে বিজেপির বিধায়করাই সচেষ্ট হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়”।