Indian Prime Time
True News only ....

আবারও মহানগরীতে অগ্নিকাণ্ড

- sponsored -

- sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। সম্প্রতি কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লেগে ৯ জনের মৃত্যুর পর আজ দুপুরে ১৫৭ সি লেলিন সরণির জ্যোতি সিনেমা হলের পাশে একটি ফ্যানের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। সমগ্র এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ এলাকাবাসীরা পাখার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকলের ৯ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একজন দমকলকর্মী আহত হয়েছেন। পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

- Sponsored -

- Sponsored -

এই এলাকায় প্রায় ২ হাজার ব্যবসায়ীর দোকান রয়েছে। তাই বিল্ডিং সহ বিল্ডিং সংলগ্ন দোকানগুলি খালি করে দেওয়া হয়েছে। যদিও গুদামের পাশের একটি অফিস বন্ধ থাকায় কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। হাইড্রলিক ল্যাডার ব্যবহার করে বিল্ডিংয়ের কাঁচ ভেঙে আগুনের উত্‍সস্থলের সন্ধান করা হয়েছিল। দমকল আধিকারিকদের মতে, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছিল।

যদিও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দমকল প্রায় ঘণ্টাখানেক দেরীতে ঘটনাস্থলে এসে পৌঁছেছিল।  এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় দীর্ঘক্ষণ শহরের ব্যস্ততম রাস্তা লেলিন সরণিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored