রাজ খানঃ বর্ধমানঃ তৃণমূল বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে বর্ধমান শহরের ২৩ নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর ও আমবাগান এলাকায় উত্তেজনা ছড়ালো।
এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিএসপি হেডকোয়ার্টার শৌভিক পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ উভয়পক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
বিজেপির অভিযোগ এক বিজেপির মহিলা সমর্থককে বেশ কিছু তৃণমূল কর্মী জোর করে রঙ লাগাতে চায়। সে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এরপরে বিজেপির অন্যান্য কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর অতর্কিতে লাঠি ও বাঁশ নিয়ে আক্রমণ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereযদিও তৃণমূলের পাল্টা দাবী প্রথমে বিজেপির পক্ষ থেকেই এক তৃণমূলকর্মীকে একা পেয়ে তার উপর আক্রমণ করা হয়। তাকে উদ্ধার করতে গেলে অন্যান্য তৃণমূলকর্মীদেরও মারধর করা হয়।
এলাকায় উত্তেজনা থাকায় শুরু হয়েছে পুলিশ টহল।