নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতঃ গুজরাতের রাজকোট জেলায় এক যুবক তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঠিক তখনই প্রাক্তন বান্ধবীর দাদা দেখে ফেলায় ভয়ে পালাতে গিয়ে কুয়োতে পড়ে মৃত্যু হল ওই যুবকের।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম গৌতম। সে বিবাহিত ছিল। কিন্তু অতি সম্প্রতি গৌতমের স্ত্রী ও ছেলে-মেয়েরা বাড়ি ছিল না। আর তাদের এই বাড়ি না থাকার সুযোগ নিয়ে প্রাক্তন প্রেমিকা অঞ্জুর সাথে দেখা করতে যান গৌতম। আচমকাই তখন অঞ্জুর দাদা ঘুম থেকে উঠে বাড়ির আলো জ্বালান। তাই প্রাক্তন প্রেমিকার দাদার কাছে ধরা পড়ার ভয়ে সেখান থেকে গৌতম পালানো শুরু করেন। গৌতমের ছায়া দেখে অঞ্জুর দাদাও তার পেছনে ছুটতে থাকেন। তবে অন্ধকার রাস্তায় ঠিকঠাক দেখতে না পেয়ে গৌতম একটি কুয়োতে পড়ে যান। অবশ্য সেই সময় কেউ বিষয়টি টের পাননি। ভাবা হয়েছিল গৌতম পালিয়ে গেছে।
এদিকে পরের দিন গৌতমের স্ত্রী বাড়িতে ফিরে এসে তাকে না দেখতে পেয়ে তার সন্ধান শুরু করেন। অবশেষে গৌতমের কোনো সন্ধান না পাওয়ায় তিনি পুলিশের কাছে যান।
এরপরই পুলিশ তার সন্ধান করতে শুরু করলে গুন্ডাসারা গ্রামে গৌতমের সাইকেল পড়ে থাকতে দেখেন। তারপর তারা তদন্তের স্বার্থে গৌতমের প্রাক্তন বান্ধবী অঞ্জুকে জিজ্ঞাসাবাদ করেন। আর তার কাছ থেকেই পুরো বিষয়টি জানতে পারেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে, সেই রাতে গৌতম তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তার দাদা দেখে ফেলায় দাদার ভয়ে পালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে যায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখা হচ্ছে।