শুরু হলো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোপথ
চয়ন রায়ঃ কলকাতাঃ দক্ষিণেশ্বর পরিদর্শনে এলেন রেলমন্ত্রী পিযুষ গোয়েল। তাঁর সঙ্গে রেল বোর্ড অধিকর্তারা ছিলেন। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, “প্রতিদিন মেট্রো রেলের সাথে আরো ৫০,০০০ জন নতুন যাত্রী যোগ হবে এই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো যাত্রায়। আর তার জন্য মেট্রো রেলের ব্যবস্থাপনা সেই রকম করা হয়েছে”। আর এই ব্যবস্থাপনা দেখে যথেষ্ট খুশী রেলমন্ত্রী পিযুষ গোয়েল।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে অত্যাধুনিক এই মেট্রো কোচ থাকছে।পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত করা হবে। পুরো মেট্রো ট্রেনটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। মেট্রো স্টেশনগুলিও ঝা-চকচকে পরিষ্কার করে রাখা হয়েছে। প্রতিমুহূর্ত কড়া নজরদারিতে বন্দি রয়েছে।
৪.১ কিলোমিটার এই মেট্রো যাত্রা শুরু হলে কলকাতার সাথে বরানগর, বেলঘরিয়া, দক্ষিণেশ্বরের বাসিন্দাদেরও ভীষণ সুবিধা হবে। কালীঘাট মায়ের মন্দির আর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরকে যুক্ত করছে এই মেট্রো যাত্রা পথ।