ডিউটি করে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো ১ শিক্ষকের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ সমরে ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে ট্রেনিং নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় নিহত হন ১ জন শিক্ষক। নিহতের নাম মনোজ ঘোষ আর বয়স ৪২।
স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায়, পারুলিয়ার বাসিন্দা মনোজ ঘোষ পেশায় একজন শিক্ষক। তিনি ছোটো আন্দুলিয়া স্কুলের অংকের শিক্ষক। তিনি কৃষ্ণনগর দইয়ের বাজার পারুলিয়ায় তার পরিবার নিয়ে থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলের বয়স মাত্র ১ বছর এবং মেয়ের বয়স ১২। রবিবার তিনি ভোটের ডিউটি করতে কৃষ্ণনগর উইমেন্স কলেজে এসেছিলেন। ডিউটি শেষ হওয়ার পর তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু কলেজ থেকে ফেরার সময় কৃষ্ণনগর কালেক্টর মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ওই শিক্ষকের মৃত্যু হয়।
তাকে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি এভাবে মারা যাওয়ায় তার স্ত্রী যেন দুটো বাচ্চা নিয়ে অথৈ জলে পড়ে গেছেন। তাই তিনি রাজ্য সরকারের কাছে একটি চাকরির আশা করেন। যাতে তিনি তার পরিবার নিয়ে বাঁচতে পারেন।