নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে দেবীপুর গ্রামের বেলোনিয়া মহকুমায় গোরু পাচারকারী সন্দেহে সীমান্ত সুরক্ষা বাহিনীর কয়েকজন সেনা ২৪ বছর বয়সী জসিম মিয়া এক যুবককে গুলি করে মেরে ফেলে। তবে সিনিয়র পুলিশ অফিসিয়াল আজ বিবৃতি দিয়ে বলেছেন যে, “আজ ওই যুবক বিএসএফ বাহিনীর প্রহারে মারা যান”।
সীমান্ত বাহিনীর সেনারা জানিয়েছেন, “জসিম ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করলে সেনারা পাল্টা গুলি চালায়”।
পুলিশ কর্মীরা বিনা অপরাধে যুবককে মারা গেছে কিনা অথবা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের ওপর যুবক চড়াও হয়েছিলেন কিনা কিংবা গোরু পাচারকারীর সঙ্গে যুবকের কোনো যোগসাজশ রয়েছে কিনা পুরোটাই খতিয়ে দেখছেন। তবে এবিষয়ে এখনো বিশদে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা বিনা অপরাধে যুবককে মারার অভিযোগে বিক্ষোভ শুরু করেন।
শোকাহত গ্রামবাসীরা ও মৃতের পরিবার সূত্রে জানানো হয়, “তাদের ছেলে গরু পাচারের সঙ্গে যুক্ত নয়। সেখানে সে গোরু নিয়ে চড়াতে বেরিয়েছিলেন”।