Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশে করোনা পরিস্থিতি এখনো ভয়াবহ আকার ধারণ করেই আছে। ফলে গোটা দেশে আতঙ্ক পরিস্থিতি অব্যাহত। সমগ্র দেশ জুড়ে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৩ জনের।

করোনার নতুন সংক্রমণের জেরে দেশে মোট এই মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ২৫৫ হাজার ৪২৮ জন। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৮৮ জন। করোনার জেরে মোট প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জন। আর এরমধ্যে ১ কোটি ২ লক্ষ ৮৩ হাজার ৭০৮ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে।

তবে এখনো পর্যন্ত দেশে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জনকে টীকাকরণ করা হয়েছে।