Indian Prime Time
True News only ....

মেট্রোর কাজে বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল

- Sponsored -

- Sponsored -

মিনাক্ষী দাসঃ কলকাতাঃ নিত্যদিনের একটি অন্যতম ব্যস্ত উড়ালপুল শিয়ালদহ উড়ালপুল। এর আগে শিয়ালদহ সেতু মেরামতের কাজের জন্য শিয়ালদহ উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হয়েছিল। কিন্তু এই মাসের চলতি সপ্তাহতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকবে।

কলকাতা পুলিশ ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ই জানুয়ারী শুক্রবার রাত ১২ টা থেকে ১৯ শে জানুয়ারী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে লেনিন সরণি, বিধান সরণি ও রফি আহমেদ কিদওয়াই রোডকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হবে। আর উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তরগামী রাস্তা হিসেবে এজেসি রোডের বাস চলাচলের ক্ষেত্রে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া শিয়ালদহ উড়ালপুলের এক দিকে রাজা বাজার মোড় এবং অন্য দিকে এনআরএস হাসপাতালের সামনে অস্থায়ী বাস টার্মিনাস হবে। আর সেখান থেকে বাস চলাচল করবে। শিয়ালদহ স্টেশনে ঢোকার ক্ষেত্রে বিগ বাজারের সামনের অংশকেও ব্যবহার করা যাবে।

 

টানা তিনদিন শহরের এই ব্যস্ততম রাস্তাটি বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে হবে নিত্য যাত্রীদের। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored