মিনাক্ষী দাসঃ কলকাতাঃ বর্তমানে করোনার নতুন স্ট্রেনের ফলে ইউরোপের নানা দেশ থেকে কলকাতায় উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে। গত ২০ শে ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কলকাতায় শেষ বিমান এসেছিল। তারপর ওই নতুন ভাইরাস যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ওই উড়ান চলাচল নিষিদ্ধ করেছিল।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে কিছু বিমান পরিষেবা চালু হয়েছে। লন্ডন থেকে কলকাতায় আসা শেষ বিমানে দু’জন যাত্রীর পরীক্ষা করা হলে তাদের মধ্যে একজনের দেহে নতুন করোনাভাইরাস পাওয়া যায়। যার ফলে রাজ্যের স্বাস্থ্য এবং কলকাতা পুরসভা করোনা পরীক্ষা করার জন্য ওই উড়ানে আসা অন্যান্য সহ যাত্রীদেরও সন্ধান করতে শুরু করে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ৭ ই জানুয়ারী কলকাতা বিমানবন্দরে ২৫৪ টি বিমানের মাধ্যমে ৩০০০০ জন যাত্রী এসেছিল। সম্প্রতি দুবাই এবং বাংলাদেশ থেকে ১১ টি বিমানে ১০৬৫ জন যাত্রী এসেছে। ভারতের বেশ কিছু জায়গায় থেকে লন্ডনে বিমান পরিষেবা চালু হলেও লন্ডন থেকে কলকাতায় আসা বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।