নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ সকালেই উত্তরপ্রদেশের আগ্রায় এতমাউদ্দৌলা থানা এলাকায় আগ্রা-কানপুর হাইওয়েতে ট্রাক ও গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন। গুরুতর আহত হয়েছেন প্রায় আরো ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রা শহরের পুলিশ সুপার বোত্রে রোহন প্রমোদ জানান, আজ সকালে এতমাউদ্দৌলা এলাকায় একটি কন্টেনার ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে। যার জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, ট্রাকটিতে নাগাল্যান্ডের এবং গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর পেল্ট ছিল।