নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার কেওনঝড়ের ঘাটাগাঁও থানার অন্তর্গত বালিজোড়ির কাছে কুড়ি নম্বর জাতীয় সড়কে একটি মিনিবাস রাস্তার ধারে দাঁড়ানো ট্রাকে ধাক্কা মারতেই মৃত্যু হয় ৮ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। মৃতেরা হলেন মিতা প্রধান, ছেলে আকাশ প্রধান, পুত্রবধূ লিলি প্রধান। এছাড়া বায়াখন্দ গৌড়া, মদন গৌড়া, মামিনা গৌড়া, বাবিনা গৌড়া।
বাকি এক জনের নাম এখনো অবধি জানা যায়নি। সূত্রের খবর, দু’টি পরিবারের সদস্যেরা গঞ্জাম জেলার ঘাটাগাওঁ থেকে মা তারিণী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, মৃতদেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর মিনিবাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আপাতত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here