ব্যুরো নিউজঃ আফ্রিকাঃ গত সোমবার আফ্রিকার মাই-নদম্বে প্রদেশের কঙ্গো নদীতে একটি নৌকা ৭০০ জন যাত্রীদেরকে নিয়ে নদী পার হতে গিয়ে নৌকা উল্টে মৃত্যু হয়েছে ৬০ জন যাত্রীর। ও নিখোঁজ হয়েছেন অসংখ্য মানুষ।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, নৌকাটি ইকুয়াটোর প্রদেশে কিনশাসার দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নৌকাটিতে প্রচুর পরিমাণ সামগ্রী বোঝাই ছিল। এর পাশাপাশি অতিরিক্ত যাত্রী তোলার কারণে মাঝনদীতেই নৌকাটি ডুবে যায়।
অপরদিকে রাতের অন্ধকারে পথ হারিয়ে নৌকাডুবি হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দেশের মন্ত্রী সহ প্রশাসন মহল।
মানবাধিকার মন্ত্রী স্টিভ ম্বিকায়ি জানিয়েছেন, “লঙ্গোলা ইকোতির একটি গ্রামের কাছে ৭০০জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার পর এখনো পর্যন্ত ৬০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আর ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন ৩০০ জন যাত্রী। তবে পুলিশ বাহিনীর তরফ থেকে নিখোঁজ যাত্রীদের তল্লাশি করা হচ্ছে”।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত পরিবার সহ নিখোঁজ হওয়া পরিবারে।