নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দুপুরবেলা কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে ঝলসে মৃত্যু হয়েছে ৬ জনের। এই ঘটনার জেরে আচমকাই হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবা থমকে গিয়েছে। আর স্থানীয় স্টেশনগুলিতে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্রের খবর, হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ ও গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেট। সেখানে সকালবেলা থেকে বিদ্যুৎকর্মীরা ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ এর তারে কাজ করছিলেন। ওই সময় ওভারহেড তারটিতে কাজ করতে গিয়েই দুর্ঘটনাবশত হাই ভোল্টেজ বিদ্যুৎ এর তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় জন ঝলসে মারা যান। এই ঘটনায় অনেকে আহতও হয়েছেন।
রেলের ধানবাদ ডিভিশনে দুর্ঘটনাটি ঘটায় লোকাল এবং দূরপাল্লার রেল চলাচলেও প্রভাব পড়ে। কালকা থেকে হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেসকে তেঁতুলমারি স্টেশনে আটকে দেওয়া হয়। আবার হাওড়া থেকে বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেসও ধানবাদ স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত ওই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছেন।
এছাড়া বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। রেল সূত্রে জানা জানা যায়, ডিআরএম কমল কিশোর সহ ধানবাদ ডিভিশনের রেলের অন্যান্য আধিকারিক ও রেলের চিকিৎসকেরা সড়কপথে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ধানবাদ থেকে মেডিকেল ভ্যানও আনা হয়েছে।