অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া গেল কয়েক বছরের গচ্ছিত গুপ্তধন। সব মিলিয়ে যা ৫৬ হাজার টাকারও বেশী।
জানা যাচ্ছে, হাসপাতালের ট্রমা কেয়ারের উল্টো দিকে থাকা ওয়াটার এটিএম থেকে ২ টাকার বিনিময়ে জল পাওয়া যেত। কিন্তু বিকল হয়ে যাওয়ায় চার বছরেরও বেশী সময় ধরে ওয়াটার এটিএম বন্ধ অবস্থায় পড়ে আছে। তাই এখন রোগীর পরিবারের সদস্যরা এই পরিষেবা পান না।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
তবে করোনা পরিস্থিতির জেরে আবার হাসপাতালে সাধারণ রোগীর সংখ্যা বাড়তে থাকায় রোগীর আত্মীয়-পরিজনরাও আসছেন। ফলে গরমকালে রোগীর আত্মীয়-পরিজনদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষ আবার এই ওয়াটার এটিএমটি চালু করার পরিকল্পনা করেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এর ফলে এদিন এই ওয়াটার এটিএমটি কি অবস্থায় রয়েছে তা দেখতে ওয়াটার ট্যাঙ্কের মেশিন খুলতেই প্রচুর ২ টাকার কয়েন উদ্ধার হয়। যার মোট মূল্য ৫৬ হাজার টাকারও বেশী।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই টাকা দিয়েই ওয়াটার এটিএম মেরামতি করে রোগীর আত্মীয়-পরিজনদের পরিষেবায় কাজে লাগানো হবে।
